ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, সাতটি খোসা উদ্ধার

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:১৫

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে রাতের আঁধারে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা, আলামত হিসেবে সাতটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে। রশিদ চৌধুরী উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে। বিএনপি নেতা রশিদ চৌধুরি জানান, ঘটনার রাত ১টার দিকে আমার পরিবারের চারজন সদস্য সবাই আমরা গভীর ঘুমে ছিলাম। হঠাৎ বিকট গুলির শব্দ হতে থাকে। তাতে অমাদের ঘুম ভেঙে যায় এবং গুলি শব্দ শুনে আমরা বাড়ির ভেতরে ছুটাছুটি শুরু করি। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জয়েন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে ওই নেতা আরো জানান দুই মোটরসাইকেল যোগে মোট ছয়জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা স্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও সাতটি খালি খোসা উদ্ধার করেন।

এ ঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়। আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা বিএনপি নেতা রশিদের। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ