ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪০

পঞ্চগড় জেলার ওপর দিয়ে পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত প্রবাহ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হাড় হিম করা ঠান্ডার মধ্যেই খবর এলো, দেশের সর্বনিম্ন তাপামাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে জেলাজুড়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে দেখা মিলছে ঝলমলে রোদ। তবে বয়ে আসছে উত্তরের ঠান্ডা বাতাস। ফলে জেলাজুড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েয়ে। কনকনে শীতে সব শ্রেণি, পেশাজীবী মানুষের কাজকর্মে যেতে ব্যাহত হচ্ছে।

এছাড়া একই দিন সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

অন্যদিকে এদিন সকাল ৯টায় কুড়িগ্রামের তাপমাত্রা রেকর্ড করা হয়ছে ১৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত কাবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদ।

আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকবে বলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। কাজ করতে না পারায় তাদের দুর্ভোগ বেড়েছে। এছাড়া ঠান্ডা আবহাওয়ার কারণে শীতজনিত অসুস্থতার প্রকোপ বেড়েছে।

সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা হলে হালকা শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ