ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কার্ভারভ্যানের ধাক্কায় দুই বোনসহ ঝরলো ৫ প্রাণ

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩০

কিশোরগঞ্জের ভৈরবে কার্ভারভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই বোনসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চালক শাহিন আলম ও রাজন মিয়ার পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়। এরপরে সন্ধ্যা ৭টায় নিহত তিনজন নারী যাত্রীর পরিচয় শনাক্ত করে স্বজনরা। চালক শাহিন আলম ও রাজন মিয়া রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। তিন নারী কুলিয়ারচর উপজেলার জগৎচর গ্রামের সহোদর বোন মৃত দুদু মিয়ার মেয়ে সোহরা খাতুন (৬২), হালিমা খাতুন (৬০) ও আব্দুল রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ২টি কাভার্রভ্যান ভৈরবমুখী আসার সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা চারজন যাত্রী ও চালকসহ পাঁচজন ঘটনাস্থলে মারা যান। হাইওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ ও ভৈরব বাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মেঘনা গ্রুপের (ফ্রেশ) দুটি কার্ভারভ্যানের চালক পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যান দুটিকে জব্দ করেছে ভৈরব হাইওয়ে পুলিশ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, সিএনজি ও কার্ভারভ্যানের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়। কার্ভারভ্যান দুইটিকে জব্দ করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার এবং দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মধ্যে তাৎক্ষণিক ২ জনের পরিচয় পেলেও সন্ধ্যায় অপর তিন নারীর পরিচয় শনাক্ত করে নিহতের স্বজনরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ