ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে আমেরিকান প্রবাসীর সংবাদ সম্মেলন

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের আমেরিকান প্রবাসী রঞ্জিত মোহন্ত (৫৫) জড়িয়ে হৃদয় কালীগঞ্জ একটি ফেক ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে রঞ্জিত মোহন্ত বলেন, একটি কুচক্রী মহল হৃদয়ে কালীগঞ্জ নামে ফেক ফেসবুক আইডি ব্যবহার করে আমেরিকান প্রবাসী রঞ্জিত মোহন্ত বাড়িতে ইসকনের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমন একটি বিভ্রান্ত কর তথ্য ছড়ানো হয়েছে। ভিত্তিহীন এমন কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন এ বেওয়ারিশ ফেসবুক আইডিটি বিভিন্ন সময় লালমনিরহাট জেলাসহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজসেবক, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে বিভ্রান্ত মূলক তথ্য দিয়ে পোস্ট করা হচ্ছে।

এ ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন তিনি। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ