মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাত ৩টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় থেকে জানা যায়- ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত মধ্যরাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে ছোট বড় মিলে দুইটি ফেরী আটকা পড়ে। তখন গোয়ালন্দের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ক্যানেল ঘাট এলাকা পর্যন্ত দূরপাল্লার বাস ও বাসের যাত্রীসহ ট্রাকগুলোকে পারাপারের অপেক্ষায় মহাসড়কে আটকে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার পরিমাণ রাত ২টার পর থেকে বেড়ে গেলে রাত তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিই। বর্তমানে দৌলতিদয়া প্রান্তে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার ও তিনটি ফেরিঘাট ঘাট চালু রযেছে বলে জানান এ কর্মকর্তা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ