টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার উদ্যোগে পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক, ফরহাদ ইকবাল, সাবেক জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালিতে বিএনপির অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ