দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত ১২টা ৪০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি সকাল ৭টার দিকে নিশ্চিত করেছেন- বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ থেকে জানা যায়- বুধবার ১২টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে পরে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৯টায় কুয়াশার পরিমাণ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ ৮ ঘণ্টা ২০ মিনিট ফেরি বন্ধু থাকায় ঘাটের দুই পাশে যানবাহনের সাড়ির সৃষ্টি হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে ও ফেরি চলাচলের জন্য তিনটি ঘাট চালু রয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাট হতে বাংলাদেশের হ্যাচারীজ পর্যন্ত ৩ কিলোমিটারজুড়ে পণ্য ও যাত্রীবাহী ট্রাকের দীর্ঘ সাড়ির সৃষ্টি হয়েছে।
খুলনা থেকে আগত শামীম পরিবহনের যাত্রী মো. জিয়াউর রহমান জানান, আমরা রাত ১২টার সময় দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন থেকেই আমরা জ্যামে আটকে আছি। সোহার্দ্য পরিবহনের আরেক যাত্রী জানান, আমি ফ্যামিলি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি কিন্তু ঘাটে এসে দেখি ফেরি বন্ধ রয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ