ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

‘আওয়ামী লীগ সরকার ১৫ বছরেও শিক্ষকদের বোনাস বাড়ায়নি’

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৩৬

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে খোলস বানিয়ে ফেলেছে। বৈষম্যবিরোধী ছাত্রদের গণআন্দোলনে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন।

হাবিবুর রহমান বলেন, কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার মানের পাশাপাশি কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি করানোর জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। স্বৈরাচার এরশাদ পতনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন। তখন তিনি শিক্ষকদের ২৫ ভাগ বোনাস দিয়েছিলেন। আওয়ামী লীগ সে সময় সংসদে বসে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৫ বছরেও এক ভাগ বোনাস বাড়ায়নি। তারা খালেদা জিয়ার দেয়া ২৫ ভাগ বোনাসই রেখেছেন। এই কলেজ প্রতিষ্ঠায় যার বেশি অবদান তিনি হচ্ছেন প্রয়াত আবদুল হামিদ জিন্নাহ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দাশুড়িয়া ডিগ্রি কলেজের বিদ্যুৎ শাহী সদস্য আব্দুস সামাদ সুলভ মালিথা ও চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ