ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯

মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রায় কাঁপছে দেশের উত্তরের জনপদ ঈশ্বরদী। শনিবার (৭ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বনিন্ম তাপমাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।

গত কয়েকদিন ধরেই আশপাশের অন্যান্য উপজেলার চেয়ে ঈশ্বরদীর তাপমাত্রা অপেক্ষাকৃত কম রেকর্ড করা হচ্ছে। ফলশ্রুতিতে সন্ধ্যা নামার আগেই শীত জেকে বসছে এ জনপদে। রাতে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশাও দেখা যাচ্ছে।

সকালে সূর্যের দেখা মিলছে অপেক্ষাকৃত দেরিতে। যার ফলে দুর্ঘটনা এড়াতে আঞ্চলিক এবং মহাসড়কগুলোতে হেড লাইট জালিয়ে চলছে দূরপাল্লার গাড়ি।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষক মো. নাজমুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় ঈশ্বরদীতে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা এ মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা এ অঞ্চলের।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ