ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু সেতুতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২১, ১৯:০৬

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপার মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় উত্তরগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল থেকে লাগা এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। ঝুঁকিপূর্ণ নলকা সেতুতে ধীর গতিতে যান চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। এতে অতিষ্ঠ হয়ে পরেছে যাত্রীরা।

তাদের সাথে কথা বললে জানান, এই তীব্র গরমে এত যানজটে আমরা অতিষ্ঠ হয়ে পরেছি।

চালকরা জানান, প্রতিনিয়ত এ যানজটের সৃষ্টি হয়, এতে আমরা অনেক সমস্যায় পড়ি। ঠিকমত গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনা। এতে করে যাত্রীরাও ভোগান্তির শিকার হয়।

ঝুকিপূর্ণ নলকা সেতুর কারণে প্রতিনিয়ত বঙ্গবন্ধু পশ্চিম মতাসড়কে এ যানজট সৃষ্টি হয়। বেলা বারার সাথে সাথে যানজটও দীর্ঘ আকার ধারণ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ত্রুটিপূর্ণ নলকা সেতু ও ছোট খাটো দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ নিরলস ভাবে কাজ করছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ