নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের বস্তা পরিবেশের জন্য ভয়াবহ এক সমস্যা। এটা মানবদেহের জন্য অত্যান্ত ক্ষতিকর বলে জানিয়েছেন স্বাস্থ্যবিধরা। তবে এ ব্যাপারে সাধারণ মানুষের সচেতনতা নেই বললেই চলে।
বরগুনা জেলা ও উপজেলা শহরের বাজারগুলো নিষিদ্ধ প্লাস্টিক বস্তা ও পলিব্যাগ (পলিথিনে) সয়লাব হয়ে গেছে।
আইনগতভাবে নিষিদ্ধ হলেও এক শ্রেণির অসচেতন অসাধু ব্যবসায়ী নানা কৌশলে এ প্লাস্টিক বস্তা ও পলিব্যাগ (পলিথিন) বিক্রি করছে চাল, ডাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বরগুনায় প্রশাসনের নাকের ডগায়ই চলছে এ পরিবেশের চরম ক্ষতির কাজ।
মঙ্গলবার সকালে বরগুনা বাজারে দেখা যায়, পরিবেশের ক্ষতিকারক এ প্লাস্টিক বস্তা ও পলিব্যাগ বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের হাতে অবলীলায় তুলে দিচ্ছে ব্যবসায়ীরা।
আর ক্রেতারা ওই পলিব্যাগ বাজার পণ্যের সাথে বাড়িতে নিয়ে যত্রতত্র ফেলে রাখছে। যা পরিবেশের জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বরগুনা শহরের চালের অন্যান্য আড়ৎগুলোতে প্লাস্টিকের বস্তায় অবাধে বিক্রি করা হচ্ছে চাল, ডাল, আলু, পেয়াজ, মরিচ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল।
কিন্তু নিষিদ্ধ ঘোষিত প্লাস্টিকের বস্তা ও পলিব্যাগ (পলিথিন) বিক্রি ও সরবারহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না বরগুনার প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের।
এদিকে বরগুনায় আড়ৎদারগণের দাবি ভারত থেকে আমদানি (এলসি) করায় প্লাস্টিক বস্তায় চাল আসছে, তাই আমরা প্লাস্টিক বস্তায় এটা বিক্রি করছি।বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, পলিথিনের ব্যবহার যেমন পরিবেশের ক্ষতি করে তেমনি মানবদেহেরও ক্ষতি করে। পলিথিনের মধ্যে খাবার রাখা হলে সে খাবারে বিষক্রিয়া হতে পারে। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে কয়েক বার ফোন করা হলেও রিসিভ করেনি কেউ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ