ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

কলেজের গাছ বিক্রি: মেলান্দহে অধ্যক্ষকে শোকজ

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

জামালপুরের মেলান্দহের দেবেরছড়া কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রতনকে নিয়ম বহির্ভূতভাবে কলেজের ২৬ টি গাছ কাটার দায়ে শোকজ করেছে উপজেলা প্রশাসন।

গত সোমবার (২ ডিসেম্বর) বিকেলে লিখিত জবাব চেয়ে এক চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. আলমগীর।

চিঠিতে উল্লেখ করা হয় যে, বেশিকিছু জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত মেলান্দহ উপজেলাধীন দেবেরছড়া, কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজ, মেলান্দহ, জামালপুর এর অধ্যক্ষ, জনাব আব্দুল আওয়াল রতন এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বর্ণিত প্রতিষ্ঠানের ২৬ টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য বলা হলো।

এবিষয়ে দেবেরছড়া কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রতনের মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. আলমগীর বলেন, কলেজের গাছ কাটার দায়ে অধ্যক্ষকে লিখিত জবাব চাওয়া হয়েছে। সঠিক জবাব না দিতে পারলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ