ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাকে দেখে বাড়ি ফেরা হলোনা তরিকুলের

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২১, ১৬:৫০

গর্ভধারিনী মা খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছোট ছেলে সৈয়দ তরিকুল ইসলাম। সে তালা উপজেলার বিশিষ্ট ঘের ব্যবসায়ী মৃত.সিরাজুল ইসলামের কনিষ্ঠ পুত্র।

সোমবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

তালা সদরের মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তরিকুল ইসলাম (৩৩) পেশায় ব্যবসায়ী হলেও তিনি জনপ্রিয় খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা হতে বাড়ির উদ্দেশ্য সৈয়দ তরিকুল ইসলাম ডুমুরিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালীবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তরিকুল ইসলামের ভাই সৈয়দ সোহেল জানান, খুলনার আবু নাসের হাসপাতালে মা রহিমা বেগম চিকিৎসাধীন রয়েছেন। ছোট ভাই তরিকুল ইসলাম মাকে দেখে মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তরিকুল মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার আসরবাদ তালা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান আটারই গ্রামে দাফন সম্পন্ন করা হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, ডুমুরিয়ার নতুন রাস্তা এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সৈয়দ তরিকুল ইসলাম মারাত্নক ভাবে আহত হন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মালবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন তালা উপজেলা ক্রীড়া সংস্থা, তালা ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ