ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, চাইলেন ক্ষমা

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১

জামালপুরের মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) আনিছুর রহমান মিষ্টারের বিরুদ্ধে ক্লাসে পড়ানোর সময় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ নভেম্বর) ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করে। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষককে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক মোহন তালুকদার।

অভিযোগ দেয়া পরে ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে সেই অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমান । পরে মৌখিক অভিযোগ ছাত্রীরা প্রত্যাহার করে নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষকের এ ঘটনাটি স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করার চেষ্টা করলে আনিছুর রহমান মিষ্টার স্যার আমাদের কাছে ক্ষমা চাই।

ভুক্তভোগী আরেক ছাত্রী বলেন, ‘স্যার আমাদের ক্লাসের সময় অশালীন আচরণসহ শ্লীলতাহানি চেষ্টা করে। স্যার বেতের আঘাত না দিয়ে হাত দিয়ে শরীরে বিভিন্ন স্থানে স্পর্শ করে। স্যারের এমন আচরণে হতভম্ব।

অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমান মিষ্টারের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি এবং খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

এ বিষয়ে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহন তালুকদার বলেন, কয়েকজন শিক্ষার্থী অভিযোগ দিলে ওই শিক্ষার্থীদের নিকট ভবিষ্যতে এমন কিছু করবে না বলে শিক্ষক আনিছুর রহমান ক্ষমা চায়। পরে শিক্ষার্থীরা তাকে ক্ষমা করে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেই। এ ঘটনার পরে তাকে আগামী একমাস স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। এর আগেও এমন অভিযোগ শুনেছি, মৌখিকভাবে ওই শিক্ষককে শরীরে হাত দেয়া নিষেধ করেছি।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর হোসেন বলেন, আমাকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি কেউ অভিযোগ দেয়, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ