ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

রাতে ডাকাতি, সকালে ছয়জনকে চিহ্নিত করলেন গৃহবধূ

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আজ মঙ্গবার (৩ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নীলগঞ্জ ইউপির গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আটকদের মধ্যে কাশেম ও রাকিবুলের নীলগঞ্জ গামুরতলা গ্রামে। এ ছাড়া ছগির হাওলাদার, রাহাত ফকির, মনির ডাকুয়া ও সফিক গাজীর বাড়ি পাশের আমতলী উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটকদের যাতায়াত ছিল। ভোররাত ৩টার দিকে গামুরতলা গ্রামে রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের শনাক্ত করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আটক ছয়জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। আসামিদের মধ্যে দুজনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ