টাঙ্গাইলের সখীপুরে চলতি বছরের জুন মাসের দিকে ব্যস্ততম একটি পাকা সড়কের ইউ কালভার্টটি ভেঙে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের সহযোগিতায় কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয়। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আটিয়া বাজার-বাটাজোর সড়কের ভাঙার মোড় এলাকায় দেখা মিলেছে এমন দুর্ভোগচিত্র।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি জানান, ওই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল, অটোভ্যান, ইজিবাইকসহ হালকা যানবাহন। তবে সাঁকোটি কাঠ দিয়ে তৈরি হওয়ায় বন্ধ রয়েছে ভারী যান চলাচল। বিষয়টি জানানো হয়েছে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে। তবে ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেয়নি।
ওই গ্রামের আরফান আলী খান বলেন, আমাদের গ্রামের প্রধান সড়ক হওয়ায় বাটাজোর, কালমেঘা, ফুলবাড়িয়া, মাওনা, জৈইনাসহ আশপাশের আরও অনেক গ্রামের মানুষ এই রাস্তায় চলাচল করে। কালভার্টটি ভেঙে যাওয়ায় চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি করছি।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক যানবাহন চলাচল করে। আশপাশের গ্রামের কোনো রোগী যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন পরে তাহলে অনেক দূরের রাস্তা ঘুরে হাসপাতালে যাওয়া লাগে। এই কালভার্টটি যদি পুনঃনির্মাণ করা হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ওই কালভার্টটির তথ্য অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলাম। কিন্তু অনুমোদন হয়নি। আবারও তথ্য পাঠাবো। অনুমোদন পেলে টেন্ডার হবে। এরপরেই কাজটা শুরু হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ