পাবনার ঈশ্বরদীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মুখি কচুর ওপর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মুক্তার আলির বাড়ির আঙিনায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল কৃষক মুক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডু, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. এখলাছুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সহকারী অধ্যাপক সাংবাদিক আলমাস আলী, উপজেলার মাজদিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, আরামবাড়িয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিম।
প্রধান অতিথি কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, কন্দাল ফসল চাষে অর্থ পুষ্টি দুই আসে। অন্য ফসলে বালাইনাশক লাগলেও কন্দাল ফসল উৎপাদনে কোন বালাইনাশ লাগে না। তাই এটি নিরাপদ ফসল।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ