বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

হাসিনার পর দেশ থেকে ভারতের সৈন্যরা পালিয়েছে: খায়ের ভূঁইয়া

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব এ দেশে কীভাবে, অন্য দেশের সৈন্যরা এসে ভয়াবহ হত্যার পরিকল্পনা করে। ভারতের সৈন্যরা ছাত্র-জনতাকে হত্যা করেছে। হাসিনা পালানো পর এয়ারপোর্টে ভারতের সৈন্যরা বিমানে উঠেছে এ দৃশ্য সবাই দেখেছে। হাসিনার পর দেশ থেকে ভারতের সৈন্যরা পালিয়ে গেছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ‘আধুনিক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়ের ভূঁইয়া এসব কথা বলেন।

এ সময় বিএনপির শীর্ষ এ নেতা ভারত সরকারের কাছে জানতে চান। কীভাবে এবং কিসের অধিকারে এসব কর্মকাণ্ড করেছে তাদের সৈন্যরা। ভারত যদি মনে করে আওয়ামী লীগ তাদের বন্ধু, তাহলে আওয়ামী লীগের সঙ্গেই থাকুক। বাংলাদেশের ব্যবহারে বেশি নাক গলানো চেষ্টা করবেন না। আমরা ভেজাল করতে চাই না। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু ভেজাল যদি চাপিয়ে দেয়া হয়। তাহলে আমরাও ভেজাল না করে পারব না।

সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তখন কোন নেতা ছিলেন না। তিনি কোনো দল করেননি। জনগণকে ভালোবেসে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খুব কম বয়সে জিয়াউর রহমান সেনাবাহিনীর অফিসার ছিলেন।

বশিকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিউদ্দিন ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিনের সঞ্চালনায়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান,

সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর উপজেলা (পশ্চিম) সাবেক যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন পাটোয়ারী বিটু ও সাবেক সাধারণ সম্পাদক এমএ মমিন, বশিকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র-সহসভাপতি মো. মোস্তফা, ১ম-যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন জনি প্রমুখ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ