ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর হানা, খনন সামগ্রী জব্দ  

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৪, ১০:০৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেনাবাহিনীর অভিযানে বালু কাটার কাজে ব্যবহৃত বোলগেট ও অন্যান্য খনন সামগ্রী জব্দ করা হয়।

উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়াভৌম এলাকার বালুর খলায় নিলামের বালুর অতিরিক্ত ব্রহ্মপুত্র নদ থেকে খনন করে মজুত ও বিক্রির সময় গফরগাঁওয়ের অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর আব্দুল্লাহ আল শরীফ তার টিম নিয়ে অভিযান চালান। পরে বুধবার সন্ধ্যায় বোলগেট ও অন্যান্য খনন সামগ্রী জব্দ করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে নিয়োজিত লোকজন নদী সাঁতরে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ক্যাম্প থেকে এ ব্যবস্থা গ্রহণ করা করা হয়।

জানা যায়, আওয়ামী লীগের দোসররা খননযন্ত্র ব্যবহার করে সিন্ডিকেট করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছিল।

৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্বৃত্তরা পালিয়ে গেলে সরকার পতিত বালু জব্দ করে নিলাম ডাক দেয়। পরে এসব বালু নিলামকারীরা বিক্রি করছিল।

তবে স্থানীয়রা জানান, গফরগাঁও উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম জব্দকৃত বালু ছাড়াও অতিরিক্ত ভূমি খনন করে বিক্রি করছিল।

গফরগাঁওয়ের অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর আবদুল্লাহ আল শরীফ জানান, স্থানীয় লোকজন বিষয়টি সেনাবাহিনীকে জানালে জনস্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ