ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৭ বছর ধুঁকতে থাকা আইডিইবি পটুয়াখালী শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ২০:১৬

দীর্ঘ ১৭ বছর পর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর পটুয়াখালী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় পূর্ণ নিউমার্কেটের আইডিইবি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পটুয়াখালী জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক জসিম শিকদার রানা।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হামিদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ রাশেদুল হাসান রেজা।

অনুষ্ঠানে সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পরে ক্রেস্ট দ্বারা সম্মাননা প্রদান করে আইডিবি পটুয়াখালী জেলা শাখার সদস্যরা।

অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ইঞ্জিনিয়ারিংয়ের আতুর ঘর নামে পরিচিত আইডিইবি কতটা খারাপ অবস্থার মধ্যে ছিল তা পটুয়াখালী আইডিইবির এই রুমটি দেখলে বোঝা যায়। অফিস রুমটি জরাজীর্ণ অবস্থা হয়েছিল। ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছোট করে দেখার কিছু নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা দেশের জন্য কতটি গুরুত্বপূর্ণ তা সবার জানা রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ