টাঙ্গাইলের ধনবাড়ী স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইমরান হাসান।
শনিবার ( ২৩ নভেম্বর) সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ। প্রধান বক্তব্য ছিলেন, স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সোলায়মান হোসেন।
স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুরের যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধননবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.এম.এ সোবহান, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ম্যারাথনে প্রথম স্থানকারী ইমরান হাসান বলেন, পাবনা থেকে ধনবাড়ীতে এসেছি, ম্যারাথনে প্রথম হয়েছি। প্রত্যেকটা জেলা ও উপজেলাতে এরকম আয়োজন করা হোক। তাহলে সবাই মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৭০ এর ওপরে ম্যারাথনে অংশগ্রহণ করেছি। সবগুলোই প্রথম ও দ্বিতীয় হয়েছি। ৪ বছর ধরে ম্যারাথনে অংশগ্রহণ করে আসছি। খেলাধুলার পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে এজন্য আমি এতো দূর পৌঁছাতে পেরেছি।
দ্বিতীয় স্থানকারী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাহিম উদ্দিন বলেন, ৯ বছর ধরে পুলিশে কর্মরত আছি। বর্তমানে বাংলাদেশ জেল পুলিশ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্টে কর্মরত রয়েছি। এর পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। এ পর্যন্ত ৩২ টি ম্যারাথমে অংশগ্রহণ করেছি। ৫টি প্রথম, ১১ টিতে দ্বিতীয় ও ৫ টিতে তৃতীয় হয়েছি।
তিনি আরও বলেন, গত দুই আগে সপ্তাহে খুলনাতে ১০ কিলোমিটার ম্যারাথনে ৩৬ মিনিট সময় লেগেছিল। তখন প্রথম স্থান অধিকার করেছিলাম। গত সপ্তাহে চাঁদপুরে প্রথম হয়েছি ৫ কিলোমিটার ম্যারাথনে সময় গেলেছিল ১৭ মিনিট। আজকে সাড়ে ১১ কিলোমিটার ম্যারাথনে ৪০ মিনিট সময় লেগেছে। আজকে দ্বিতীয় হয়েছি। আমি চাই এরকম আয়োজন প্রতিবছর করা হোক।
অ্যাডভোকেট সোলায়মান হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে ও সুস্থ রাখতে মুঠোফোন এবং ইন্টারনেট জগত থেকে খেলার মাঠে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও এই সংগঠনটি শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সাড়ে ১১ কিলোমিটার ম্যারাথনে ৪০০ জন প্রতিযোগিতায় অংশ নেন। পাঁচ জনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও পরে বাচ্চাদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ