বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। মানুষ আর নতুন কোনো কথা শুনতে চায় না, মানুষ ভোট দেয়ার অপেক্ষায় বসে আছে। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার ব্যবস্থা করা হোক।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল লালমনিরহাটে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠ আসরের ৭ম দিনের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশি জাতীয়বাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তবে এখনো গণতন্ত্র মুক্ত হয়নি।
তিনি বলেন, বিএনপি এরমধ্যে ৩১ দফা সংস্কার রূপরেখা উপস্থাপন করেছে, যা সরকার পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হওয়া উচিত। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের দিয়েই সমাধান করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, টুর্নামেন্টের সদস্য সচিব লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ