চট্টগ্রামে মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় নগরীর ওয়াসা বাগমনিরাম স্কুল গলিতে মহানগর ছাত্রলীগ এই মিছিল করেছেন বলে দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা। কয়েক মিনিটের সেই মিছিলে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। চকবাজার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কেউই মিছিলের বিষয়টি জানে না বলে উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক মোড়ে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে, শেখ হাসিনা লড়বে’, এমন শ্লোগান দিতে দিতে প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত মিছিল করেন তারা।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে, রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে সজীব হোসেন ও দিদারুল আলম নামে দুজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে দিদার চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নিষিদ্ধ ঘোষণার পর গত আক্টোবরেও নগরীর জামালখান এলাকায় মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ