১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অসুস্থ, দুস্থ ও অসচ্ছল সাংবাদিকরা অবশেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সম্মানী চেক পেয়েছেন।
১৪ বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম কিস্তির সম্মানী চেক বিতরণ উপলক্ষ্যে শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবিস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, তিনি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ শ্রেণি হতে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত একজন সাংবাদিকের দুজন সন্তানকে বৃত্তি প্রদান করা হবে। অতিদ্রুত সারা দেশের প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে। সাংবাদিকদের অনুদানের পরিবর্তে সম্মানী শব্দটা সংযোজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত দিনে সাড়ে ১২ হাজার সাংবাদিককে অনুদান দেয়া হয়েছে, যার পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা। অতীতে দলীয় বিবেচনায় সাংবাদিকদের অনুদান দেয়া হয়েছে। প্রকৃত সাংবাদিকদের অনুদান দেয়া হয়নি। আগামীতে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
বিশেষ অতিথি ছিলেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক। সভার সভাপতিত্ব করেন, রংপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। সভাটি সঞ্চালনা করেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর সভাপতি প্রবীণ সাংবাদিক জিম এম হিরু বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে প্রকৃত সাংবাদিকেরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সব সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাদের মত প্রকাশের অধিকারও কেড়ে নেয়া হয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সম্মানী চেক বিতরণ প্রকৃত সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে তাদের দীর্ঘদিনের অধিকার ও কল্যাণের দাবি পূর্ণতা পেল।
সভায় সাংবাদিকদের আর্থিক সুরক্ষা, কল্যাণ এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিনাজপুরসহ রংপুর বিভাগের আ জেলার ২৪ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সময় রংপুর বিভাগের আটটি জেলার সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ