ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

কাদের মির্জার অনুসারী ৩ মামলার আসামী গ্রেফতার

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২১, ০০:১৫

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ২টি বিস্ফোরকসহ ৩ মামলার আসামি জিয়াউল হক নয়নকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত জিয়াউল হক নয়ন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আনিছুল হক মাষ্টারের ছেলে।

সোমবার (৪ অক্টোবর) বিকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, একই দিন বিকাল ৩টা ১০মিনিটে তাকে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পপুলার হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২ টি বিস্ফোরক মামলা সহ মোট ৩টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ