ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে রপ্তানির সময় ২ মেট্রিক টন ইলিশ জব্দ

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ২০:৩৩

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে রোববার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারি প্রজ্ঞাপনও জারি করেছে সরকার।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ২ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড একটি ট্রাকে করে নিয়ে আসে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে। এ অবস্থায় কাষ্টমস কর্তৃপক্ষ সরকারি নির্দেশনার আলোকে ট্রাক বোঝাই ২ মেট্রিক টন ইলিশ জব্দ করেন।

জানা যায়, গত ১ অক্টোবর থেকে এই প্রথম চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় ইলিশ মাছ রপ্তানি শুরু হয়। ১ ও ২ অক্টোবর দুই দিনে ভারতের কৈলাশহরে ৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়।

সোমবার (৪ অক্টোবর) খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রপ্তানির জন্য ২ মেট্রিক টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিএনএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রপ্তানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সরকারি অনুমোদন গ্রহণ করেছিলেন।

তবে সরকারি নির্দেশনা শুরুর প্রায় ১০ ঘন্টা পর সোমবার সকালে ইলিশ মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন। ফলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ট্রাক বোঝাই ইলিশ জব্দ করেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভারতে রপ্তানি যোগ্য ২ মেট্রিক টন ইলিশ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে জব্দ করার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কাষ্টমস কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছাত তা হলে বিধি মোতাবেক মাছ ভারতে রপ্তানির সুযোগ ছিল বলেও তিনি জানান।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ