ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে ভিক্ষুকদের মধ্যে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২৪, ১৪:২৬

টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মধ্যে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পাঁচজন ব্যক্তির মধ্যে এসব ভ্যান বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নরু-ই-লায়লা প্রমুখ।

এ সময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটো ভ্যান দেয়া হয়।

এ সময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেয়া হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ