নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ফারহানুর রহমান রবিন নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর ) উপজেলা অডিটোরিয়ামে সকাল ৯ থেকে ১১ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের এফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
সালাহ উদ্দিন দৈনিক নয়া শতাব্দী ও রবিন প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি সাহীন ইসলাম (দৈনিক যুগান্তর) ও এএম রায়হান (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান (রাজশাহী সংবাদ) ও সজিবুল ইসলাম (বাংলাদেশ টুডে ও সোনার দেশ), সাংগঠনিক সম্পাদক আল বিরোনী (দৈনিক চলনবিলের খবর), অর্থ সম্পাদক জামিল হোসেন (দৈনিক রাজ বার্তা), দপ্তর সম্পাদক মিঠুন আলী ( দৈনিক খবর বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুবুর রহমান (দৈনিক গণতদন্ত), ধর্ম ও ক্রিয়া সম্পাদক শিমুল আলী (সময়ের আলো), নির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন (দৈনিক সংবাদ) ও আব্দুর রশিদ (দৈনিক জনদেশ)।
নির্বাচন চলাকালীন পর্যবেক্ষক ও নির্বাচনী ফলাফল ঘোষনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, লালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম,নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জনকণ্ঠ লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, বাগাতিপাড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আল-আফতাব খান সুইট,যুগ্ম সাধারণ সম্পাদক বাগাতিপাড়া উপজেলার নয়া শতাব্দির প্রতিনিধি ফজলুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ