বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৫৩ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৪, ১৬:৩৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১৬:৪১

টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার তার তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তিনদিন ধরে চলে এই অবরোধ। আজ বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন।

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই বিক্ষোভ করছিলেন।

টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশে ব্রিফ করেছেন। সেখানে সদরের ইউএনও, সেনাবাহিনী, মেট্রোপলিটন কমিশনার, শিল্প পুলিশ ও সব শ্রমিকেরা উপস্থিত ছিলেন। তিনি বলেছেন সরকার দায়িত্ব নিয়ে আগামী রবিবারের মধ্যে ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেবেন। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কীভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছেন। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে দেবেন। তিনি অনুরোধ করেছেন রাস্তা ছেড়ে দিতে। এখন শ্রমিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে সড়ক ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছেন।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ