ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৪, ২৩:২২

নরসিংদীর রায়পুরায় ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়। দেশ-বিদেশের প্রায় ৭০০ দৌড়বিদ এ ম্যারাথনে অংশ নেন।

শুক্রবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ম্যারাথনে অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটি যৌথভাবে রায়পুরা ম্যারাথনের আয়োজন করে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে ম্যারাথন উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী।

ম্যারাথনে তিন ক্যাটাগরিতে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ দৌড়বিদ অংশগ্রহণ করেন। তিন ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন তারা। দৌড় প্রতিযোগীতা ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফের উপজেলা পরিষদে এসে দৌড় শেষ হয়।

অনলাইনে রেজিষ্ট্রেশন করে দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদরা বৃহস্পতিবার থেকেই রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হতে থাকেন। পূর্বে রায়পুরায় দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, অনুষ্ঠানে দৌড়বিদদের নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসসহ ২০০ জন সেচ্ছাসেবী তৎপর রয়েছেন।

প্রতিযোগিতা বিজয়ীদের ক্রেস্ট, প্রাইজমানি, মেডেল, সনদ ও গাছের চারা প্রদান করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, ওয়াটসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী, রেইস ডিরেক্টর সবুজ সিকদার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন ও রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ওয়াটসন গ্রুপের এমডি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, স্বাস্থ্য সচেতন সকল মানুষকে নিয়মিত প্রতিদিন দৌড়ানো উচিত। প্রতিবছর প্রশাসনের সহায়তায় আমরা ম্যারাথন করবো।

নয়া শতাব্দী/এমআর/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ