সাভারের আশুলিয়ায় বিদ্যুতের মিটার চুরি করে চিরকুটে মোবাইল নাম্বার লিখে রেখে যায় চোর। চোরের সঙ্গে যোগাযোগ শেষে বিকাশের মাধ্যমে চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করলে ফেরত দেয়া হয় মিটার। অভিনব এ চক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
এর আগে বুধবার (৫ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলন- ঢাকা জেলা ধামরাই উপজেলা আইনগন গ্রামের ইউসুফ আলীর ছেলে মো.আফজাল হোসেন (২৮) ও একই এলাকার মৃত হয়দার আলীর ছেলে মো.জসিম (২২)।
এ চক্র বিদ্যুতের সেন্টার মিটার, সাব স্টেশন মিটারসহ বাণিজ্যিক মিটার রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। মিটার খুলে নেয়ার সময় চিরকুটে একটি মোবাইল নাম্বার লিখে রেখে যায়। ওই নাম্বারে যোগাযোগ করা হলে টাকা দাবি করা হয়। দেয়া হয় বিকাশ নাম্বার। চাহিদা মতো টাকা পরিশোধ করলেই চুরি হওয়া বিদ্যুতের মিটার বাড়ির আশপাশে রেখে যায়। কয়েক বছর আগ থেকে এ চক্র মিটার চুরি করলেও ৫ আগস্ট থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আশুলিয়ায় গত দেড় মাসে অন্তত পাঁচটি মিটার চুরির ঘটনা ঘটেছে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান , বিদ্যুতের মিটার চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করি। পড়ে টাকা লেনদেনের বিকাশ নাম্বারের সূত্র ধরে চক্রের দুই সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেক দিন ধরে মিটার চুরির সঙ্গে জড়িত।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্য গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ