ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৪, ২২:২৫

চট্টগ্রামে যৌথ বাহিনীর সদস্যদের ওপর একদল বিক্ষোভকারীর হামলায় সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ৭ পুলিশ সদস্য আহতের ঘটনায় ৮০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে তাদের আটক করা হয়। বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে যৌথ বাহিনী। সেখানে পুরো ঘটনা তুলে ধরেন কর্নেল ফেরদৌস আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, একজন ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিস রোধে যৌথ বাহিনী ওসমান আলী ও তার ভাইকে ওই এলাকা থেকে উদ্ধার করে।

কর্নেল ফেরদৌস আহমেদ বলেন, দুর্বৃত্তরা এ সময় যৌথ বাহিনীর ওপর অতর্কিতভাবে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড হামলা চালায় এবং ভারী ইট-পাটকেলসহ ভাঙা কাঁচের বোতল ছুঁড়তে শুরু করে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ৭ পুলিশ সদস্য আহত হন।

তিনি বলেন, এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। বর্তমানে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাচাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরে বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় এক ব্যবসায়ীর পোস্ট দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হাজারী গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ