নেত্রকোনার মদনে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মদন অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে কমান্ডার ইমামুন নূর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে সোমবার রাত ৩টায় উপজেলার কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), দক্ষিণপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে মদন অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে কমান্ডার ইমামুন নূর জানায়, সোমবার রাত ৩টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়ন নেত্রকোনার মদন থানার কদমতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিকভাবে মাদক চোরাচালানের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ