ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভৈরবে রাতের আঁধারে তৈরি হচ্ছে ভেজাল গুড় 

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১৪:২১

কিশোরগঞ্জের ভৈরবে রাতের আঁধারে বিষাক্ত ও দূষিত চিনির সঙ্গে ফিটকারী, হাইড্রোজ ও রং মিশিয়ে তৈরি করছেন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভেজাল গুড়। অস্বাস্থ্যকর পরিবেশে আবাসিক এলাকায় গড়ে উঠেছে কারখানাটি। সোমবার রাত ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌর শহরের রানীর বাজার শাহী মসজিদের সামনে মিশুক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে ভেজাল গুড় তৈরি কারখানা দেখতে পায় সাংবাদিকরা। মিশুক বাবুর পরিচালনায় কারখানাটি পরিচালনা করছেন তারই ছেলে শিমুল পোদ্দার।

কারখানা গিয়ে দেখা যায়, দূষিত চিনি আর ফিটকারী, হাইড্রোজ ও রং দিয়ে তৈরি করছে ভেজাল গুড়। সত্যতা দেখে এ সময় কয়েকজন সাংবাদিক উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে আসতে রাজি হয়নি। অদৃশ্য কারণে প্রশাসনের অনুপস্থিতি রহস্যের হয়ে রয়ে গেছে। এ কারখানাকে এর আগেও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ গুড় স্বাস্থ্য সম্মত নয়। সম্পূর্ণ অবৈধভাবে ভেজাল জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে যা মানুষের খাবারের উপযোগী নয়। এ কারণে আমি কারখানাটি তালাবদ্ধ করে চাবি রেখে দিয়েছি বলে জানান উপেজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনকে অবগত করা হলে তিনি জানান, আগামীকাল সকালে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালানো হবে ভোক্তা অধিকারের লোকজনকে নিয়ে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও রহস্যজনক কারণে অভিযান পরিচালনা করেনি প্রশাসন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ