ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাড়াশে ৩ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৪, ১০:০৮

সিরাজগঞ্জের তাড়াশে ২টি সোঁতি জালের স্থাপনা বিনষ্ট ও ৩ লাখ ২০ হাজার টাকা মূ‌ল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (৩ ন‌ভেম্বর) উপজেলার চরকুশাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ‌্যমে তা জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, এএসআই ও সেনাবাহিনীর সদস্যরা।

অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ বলেন, সোঁতি জাল ও চায়না দুয়ারী জাল মৎস‌্য সম্প‌দের জন‌্য হুম‌কি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণি একবার এ সমস্ত জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণি বিলুপ্ত হতে বসেছে।

তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় এসব জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ