ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈশ্বরদীতে ৬ হাজার ৯৬০ কৃষককে কৃষি প্রণোদনা দেবে সরকার

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৪, ২০:৫৬

পাবনা জেলার ঈশ্বরদীতে ৬ হাজার ৯৬০ জন কৃষককে কৃষি প্রণোদনা দেবে সরকার। আজ রবিবার ( ৩ নভেম্বর) সকালে ৩ হাজার ৫০০ কৃষকের মধ্যে প্রণোদনার সরিষা ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কমকর্তা মিতা সরকারের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।

২০২৪-২০২৫ রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে এ সার-বীজ সহায়তা পাচ্ছেন। সরকারের এমন উদ্যোগে খুশি কৃষকরা।

ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরের কর্মকর্তারা বলছেন, সুফলভোগী কৃষকের তালিকা চূড়ান্ত করেছে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ডাল ও অড়হর চাষিদের প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। নির্বাচিত একজন কৃষক যে কোনো একটি ফসল চাষের জন্য এ সহায়তা পাবেন। প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় গম বীজ ২০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, শীতকালীন পেঁয়াজের বীজ ১ কেজি, মসুরের বীজ ৫ কেজি, খেসারির বীজ ৮ কেজি, অড়হর বীজ ২ কেজি এবং নির্ধারিত পরিমান ডিএপি ও এমওপি সার পাবেন বিনামূল্যে।

উপজেলা কৃষি কমকর্তা মিতা সরকার বলেন, উপজেলায় প্রণোদনা বিতরণ চলছে, অবশিষ্ট প্রণোদনার সার ও বীজ বিতরণের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে।

নয়া শাতাব্দী/ এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ