ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাঁতে দুর্দিন, বাপ-দাদার পেশা তাই আঁকড়ে আছেন তারা

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৪, ১৮:১৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৫

প্রতিযোগিতায় টিকতে না পেরে অব্যাহত লোকসানে দুর্দিন নেমে এসেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রাজবাড়ি এলাকার তাঁতি পরিবারে। অনেকে ছেড়েছেন পেশা। কাজের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা।

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কাকিনার রাজবাড়ীর তাঁতশিল্পীরা। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত। অনেকেই এ পেশা ছেড়েছেন। বাপ-দাদার পেশা বলে কেউ কেউ ধরে রেখেছেন।

তাদের মধ্যে একজন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রাজবাড়ীর তাঁতিপাড়া গ্রামের শফিয়ার রহমান। বাপ-দাদার এ পেশা ছাড়তে না পারলেও লোকসান ঠিকই গুনতে হচ্ছে তাকে।

আমজাদ হোসেন বলেন, মূলধন জোগান ও পণ্য বিপণনের ব্যবস্থা করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে এ শিল্প। এতে ঐহিত্য ধরে রাখার পাশাপাশি বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কাকিনার তাঁত শ্রমিক মনোয়ারা বেগম বলেন, আমাদের মজুরি কম, কোনো বোনাসও নেই। তাই পরিবার-পরিজন নিয়ে আমরা ভালো নেই। বেঁচে আছি এক রকম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করি। কাকিনা গ্রামে ২ শতাধিক তাঁতি ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমেছে হাতে গোনা কয়েকটি খুড়িয়ে খুড়িয়ে কিছু চরকা চললেও বেশির ভাগই বন্ধ। বাজারে সুতা-রংসহ সংশ্লিষ্ট পণ্যের মূল্য বৃদ্ধির কারণে, প্রতিযোগিতায় টিকে থাকাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রচার বাড়নো হলে এ শিল্প তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে বলে আশা করছেন পাইকারি ও খুচরা ক্রেতারা।

শিল্পটিকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। কাকিনার তাঁত শিল্পের মন্দা ঠেকাতে মূলধন সহায়তা প্রশিক্ষণ ও বাজারজাত করণের সুবিধার দাবি জানিয়েছেন তাঁতি পরিবারগুলো।

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার বলেন, তাঁতশিল্প আমাদের একটা অন্যতম ঐতিহ্য কাকিনায় কিছু তাঁত শিল্প রয়েছে তাদের দক্ষতার মধ্য দিয়ে অতি সুন্দর তাঁশিল্পের পণ্যগুলো তারা তৈরি করে আসছে আমাদের সমাজসেবা অফিস থেকে তাদের জন্য ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা যেতে পারে তাদের মধ্যে যদি কোনো প্রতিবন্ধী থেকে থাকেন ভাতা এবং সুবিধা আমরা দিতে পারি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ