ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় অন্য জাহাজ ক্ষতিগ্রস্ত, জেলে নিখোঁজ

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২৪, ১৪:৫৯

মোংলা বন্দরের পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জাহাজের পাশে থাকা নদীতে কাঁকড়া ধরা জেলে নৌকার পাঁচ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ এর নাম আব্দুল হাকিম । সে খুলনার লাউডোব এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে জেলে নিখোঁজের সংবাদ পেয়ে তাকে উদ্ধারে আজ শনিবার (২ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে মোংলা কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ টন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। জাহাজের কাছাকাছি থাকা কাঁকড়া ধরার নৌকার পাঁচ জেলে নদীতে ছিটকে পড়ে। এর মধ্যে চারজন উদ্ধার হলেও আ. হাকিম নামের এক জেলে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে পশুর নদের করমজল এলাকায় অভিযান চালাচ্ছে মোংলা কোস্টগার্ড । তবে দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ডাইভার ব্রাঞ্চ) মো. জাকির হোসেন জানান। জেলে নিখোঁজের বিষয়টা মোংলা বন্দর কর্তৃপক্ষ কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানালে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ডের দুটি টহল টিম কর্তৃক সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, দুর্ঘটনায় তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করেছেন তিনি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ