ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

শত্রুতার জেরে ১৭ শতাংশ জমির ফলন্ত শিম গাছ কর্তন

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২৪, ২০:০১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ২০:০৩
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জেরে ১৭ শতাংশ জমির ফলন্ত শিমগাছ কাটার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

শুক্রবার (১ নভেম্বর) ভোরের দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দেওয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপজেলার কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মনসুর আলী। এ ঘটনায় ভুক্তভোগী সন্দেহভাজন তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন- কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে মো. বাকি এবং তার দুই ছেলে মো. খালেক ও মো. মালেক।

ক্ষতিগ্রস্ত কৃষক মনসুর আলী জানান, কালিকাপুর দেওয়ানপাড়া মো. বাকির বসতবাড়ি সংলগ্ন তার ১৭ শতক জমিতে শিমের আবাদ রয়েছে। সম্প্রতি শিমক্ষেতের মাচার বেশকিছু খুঁটি চুরি হয়। এ নিয়ে বাকির ছেলে খালেক ও মালেকের সঙ্গে বাগবিতণ্ডা হয় মনসুরের। এতে তারা দেখে নেওয়া এবং শিমক্ষেতের ক্ষতি করবেন বলে হুমকি দেন। শুক্রবার সকালে পরিচর্যার জন্য গিয়ে দেখেন পুরো ক্ষেতের শিমগাছ কেটে ফেলা হয়েছে। তবে এর আগের দিনও গাছগুলো ভালো ছিলো।

ভুক্তভোগীর ভাই জহুরুল ইসলাম অভিযুক্তদের শাস্তি দাবি করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে ক্ষেত থেকে প্রায় চার মণ শিম সংগ্রহ করে বিক্রি করা হয়েছে। এবার ফলনও খুব ভালো হয়েছিল। প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। ক্ষেত থেকে এবার দেড় থেকে দুই লাখ টাকার শিম বিক্রি করা যেতো। যারা এ ক্ষতি করেছেন তাদের শাস্তি চাই।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এমআর/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ