ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

নাঙ্গলকোটে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির দাসনাই পাড়া আলহাজ ফাতেমা হাবিব শিক্ষা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী আলোচনা সভা ৩১ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী দাসনাই পাড়া মাওলানা হাবিবউল্লাহ্ মোল্লা র. নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

এতে ৩৫টি মাদ্রাসার ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মাদ্রাসার সহপ্রধান শিক্ষক এইসএম আব্দুল কাদের সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মৌলভী মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ আর্ন্তজাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাসসিরে কোরআন অধ্যক্ষ, মাদ্রাসা-ই মোহাম্মদিয়া আরবিয়া আলিয়া, হযরত মাওলানা মুফতি আনম মাঈন উদ্দিন সিরাজি।

বিশেষ অতিথি ছিলেন- বাহরাইন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এনায়েত উল্লাহ মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য এত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেফায়েত উল্ল্যাহ মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য, মৌলভী মুহিব উল্লাহ মোল্লা, মাদ্রাসার প্রধান শিক্ষক এমএম সাইফুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াসিন, মিয়া মোহাম্মদ ইদ্রিস সহ এলাকার ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, পরে অনুষ্ঠানটি দোয়া মোনাজের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ