রাজবাড়ীর গোয়ালন্দে জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠবে আজ শুরুবার (১ নভেম্বর) ৩টায়। এবারের আসর দিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।
আফরা ট্রেডার্স আয়োজিত এবারের টুর্নামেন্টে ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় গত সেজনের চ্যাম্পিয়ন দল আদীব-সারাহ ফাউন্ডেশন, মৃধা স্পিড ফায়ারস্ দলের মোকাবেলা করবে।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকৃত দলগুলো হলো- গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ, আদদ্বীন-আয়ান স্পোর্টিং ক্লাব, ফারুক স্মৃতি ক্রিকেট একাদশ, ফ্রেন্ডস স্পোটস ক্লাব, আদীব-সারাহ ফাউন্ডেশন, মৃধা স্পিড ফায়ারস, কলেজপাড়া স্পোটিং ক্লাব, সামাদ মনির স্মৃতি সংঘ, কুমড়াকান্দি, দুরন্ত ক্রিকেট একাদশ, লাল একাদশ, সেলিম একাদশ, আনন্দ একাদশ, টি এস রিয়াজ ক্রিকেটপ্রেমী একাদশ, রাজা স্মৃতি সংঘ, ওল্ড অ্যান্ড ওয়াইন্ড, ফ্রেন্ডস হ্যাং আউট প্রমুখ।
আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জিপিএল টুর্নামেন্টের আহ্বায়ক আসাদুল আলম সুজনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার জ্যাতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি থাকবেন- গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রমুখসহ স্থানীয় ক্রীড়ামোদী, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আয়োজন কমিটির আহবায়ক আসাদুল আলম সুজন বলেন, খেলাধুলা আমার শখ এবং নেশাও বলতে পারেন! আর এমন নেশা থেকেই প্রতি বছর এমন আয়োজন করে থাকি। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছ আমার এ আয়োজন। এবারের আয়োজনে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে রয়েছে সেই সঙ্গে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ হতে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পেশার পরিমাপ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ডায়াবেটিস পরীক্ষা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ