ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে প্রথম টাঙ্গাইলে তেলের বদলে গ্যাসে চলছে মোটরসাইকেল

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৪, ২২:৪১

তেলের পরিবর্তে এলপিজি গ্যাসে মোটরসাইকেলে স্থানান্তরিত করে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম নামের এক উদ্যোক্তা। প্রথম নিজের মোটরসাইকেলে পরীক্ষামূলকভাবে এলপিজি গ্যাস ব্যবহার করেন তিনি।

পরবর্তীতে পরীক্ষামূলকভাবে আরও কয়েকটি গাড়িতে এই গ্যাস সিলিন্ডার লাগিয়ে এলাকায় সাড়া ফেলেছেন মোহাম্মদ সফিকুল ইসলাম। তার এই পদ্ধতিতে একই মোটরসাইকেলে তেল অথবা গ্যাস দুটিই ব্যবহার করা যাবে। আর এই নতুন উদ্বোধনী সিস্টেম ফিটিং করতে খরচ পড়বে ১২ হাজার টাকার মতো। উদ্যোক্তার দাবি তিনিই বাংলাদেশে সর্ব প্রথম এই আবিষ্কার করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উদ্যোক্তা মোহাম্মদ সফিকুল ইসলাম এ দাবি করেন।

তিনি বলেন, বর্তমানে এক লিটার পেট্রোল বা অকটেন দাম হচ্ছে ১২৫ থেকে ৩০ টাকা। অপরদিকে একই পরিমাণ এলপিজি গ্যাসে দাম ৬০ থেকে ৬৫ টাকা। প্রায় অর্ধেক টাকায় মোটরসাইকেলে ১ লিটার এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে। একটি প্রাইভেটারের মতো অল্প খরচে মোটরসাইকেল ব্যবহার করা যাবে। আমি বাংলাদেশে ২০২১ সালে থেকে এটি নিয়ে গবেষণা করছি। প্রথমে আমি নিজের মোটরসাইকেলে এর প্রয়োগ করেছি। পরবর্তীতে পরিক্ষামূলকভাবে অনেক মোটরসাইকেলে তেলের পরিবর্তে এলপিজি গ্যাসে স্থানান্তর করে দিয়েছি। এতে ক্ষতির কোন কারণ নেই।

বর্তমানে জেলায় প্রায় ৪০ থেকে ৫০ জন বাইকার তেলের পরিবর্তে এলপিজি গ্যাসে মোটরসাইকেল চালাচ্ছেন।

এক মোটরসাইকেল চালক বলেন, আমার বাইকে এলপিজি লাগিয়েছি। পেট্রোল ও অকটেনের চেয়ে এলপিজি্ ব্যবহারের ফলে খরচ ৬০ ভাগ কম হচ্ছে। আগে ১৩০ টাকার অকটেনে ৬০ কি.মি. যেতাম আর এখন একই পরিমাণের টাকায় প্রায় ১২০ কি.মি. যাওয়া যায়। আমি আগে যেমন গাড়িতে মাইলেজ পেতাম তেমনি এখনও মাইলেজ পাচ্ছি। গাড়ির টান ও শক্তি তেলের মতোই আছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ