সুনামগঞ্জে আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তবে এ ঘটনায় এরমধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের আলহেরা মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর ভোরে পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বসতভিটায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। এ হত্যাকাণ্ডের ঘটনা রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে। মূলত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির সময় তার ঘুম ভেঙে যায়। এ সময় ঘাতক ও তার বন্ধু পাশের রুমে বটি দিয়ে মিনহাজকে আঘাত করে। এক পর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে আসলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন-১১ চুরি ও তাদের ঘরে তাকা টাকা লুট পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ