ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ মাদরাসাছাত্র

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৪, ১৭:৫২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১৮:২১

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে জোবায়ের শেখ (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে সে পদ্মার পানিতে ডুবে যায়। এ ঘটনার ২৪ ঘন্টা পরও (বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

নিখোঁজ জোবায়ের শেখ রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে এবং দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ইমরানুর রহমান তুহিন জানান, জোবায়ের শেখ নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়। তবে বুধবার রাত পর্যন্ত তাকে খোঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ