ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ২

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও কয়েকজনকে কুপিয়ে জখমের ঘটনার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জের দেবই এলাকায় হাবিজউদ্দিনের ছেলে রায়হান শরীফ (৩৬) ও রেজাউল করিমের ছেলে ইসরাফিল।

রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) লিয়াকত আলী জানান, গত ৮ অক্টোবর বিকেলে দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকার ব্যবসায়ী মোতালিব মিয়ার কাছে স্থানীয় আরাফাত, রায়হান শরীফ, ইসরাফিলসহ কয়েকজন সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেয়ায় তারা মোতালিবের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় বাধা দেয়ায় মোতালিবের বড় ভাই মোঘলসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করেন হামলাকারীরা।

এ ঘটনায় মোতালিবের ভাতিজা কামরুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে সোমবার সকালে সেনাবাহিনীর রূপগঞ্জ ক্যাম্পের একটি দল দেবই এলাকায় অভিযান চালিয়ে রায়হান শরীফ ও ইসরাফিলকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ