জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর শহরের হাসপাতাল রোডের শাহ জামালের মাজারের সামনে থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিষেধ করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাকিব আহমেদ।
গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেন বাদল মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সে উপজেলার কড়ুইচড়া ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের মৃত আ. জলিল ব্যাপারীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গাবেরগ্রাম বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। সেই মিছিলে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ওই দিনের সেই ঘটনায় মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে (২৪ অক্টোবর) বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলা একটি মামলা করেন। এ মামলায় আরো ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাকিব আহমেদ বলেন, গ্রেপ্তার মোশারফ হোসেন বাদল মাদারগঞ্জ থানার ১০(১০)২৪ পেনাল কোড, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলা এজাহার ভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ