ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জেলের কারাদণ্ড

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২৪, ১৩:৫০

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ অক্টোবর) সদর উপজেলায় ও কালিহাতি উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ডরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লোকমান মোল্লার ছেলে শফিকুল ইসলাম, আক্তার হোসেনের ছেলে বাদশা, রফিকুলের ছেলে হোসেন, ও সোহাগ, আবু সাইদের ছেলে আসলাম, মাজম শেখের ছেলে আশরাফ। অপরদিকে সিরাজগঞ্জের আবু সামার ছেলে আলিম, তুফানের ছেলে গোলাম, ছকেরের মোল্লার ছেলে লতিফ, শাহা আলমের ছেলে আসাদুল ইসলাম ও বোরহান মন্ডলের ছেলে আসাদুল।

টাঙ্গাইলের মৎস কমকতা মো. আইয়ুব আলী বলেন, অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল মা ইলিশ জেলেদের কাছে থেকে হাতেনাতে ধরা হয়েছে। এতে প্রায় মাছ ধরার জালের দৈর্ঘ্য রয়েছে দশ হাজার মিটার। যার মূল্য প্রায় তিন লাখ টাকা।

টাঙ্গাইলের প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, আটক জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ১১ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কালিহাতি মৎস্য অফিস এর কর্মকর্তা কর্মচারীরাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ