ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান রিভলবারসহ যুবক আটক 

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৪, ১০:০৯

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে রিভলবারসহ মো. আব্দুল সিদ্দিক (২৪) নামক এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

বিজিবি ও র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ও র‍্যাব-৯। এ সময় ১টি রিভলবারসহ মো. আব্দুল সিদ্দিক কে (২৪) আটক করা হয়।

অভিযানে র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মো. ফয়সালসহ ১৯ জন র‍্যাব সদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিকসহ ১৪ জন বিজিবি সদস্য উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মো. ফয়সাল জানান, আটককৃত আসামিকে অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে আনা হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ