ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ২০:১৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ২০:৪৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের স্ত্রী জান্নাত আরা ঝর্নার ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তা0কে বেকসুর খালাস দেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম মাওলানা মামুনুল হকের উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার প্রতিক্রিয়ায় মাওলানা মামুনুল হক বলেন, তিনি ও তার পরিবার স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছিলেন। শেখ হাসিনা ছিল দুশ্চরিত্রা। সে আমার পরিবারকে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে চরিত্র হরণ করতে মামলা দায়ের করে। সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী মো. ফাইজুর রহমান বাবলু জানান, মামলার বাদি দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্না আদালতকে জানিয়েছেন তিনি কালেমা পড়ে মামুনুল হককে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেছেন। মামুনুল হকের বৈধ স্ত্রী। মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সকল সাক্ষীর সাক্ষ্যতে মামুনুল হক দোষী প্রমাণ যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কাণ্ডে ওই বছরের ৩০ এপ্রিল মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ