জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় পৌর যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৩) অক্টোবর রাতে উপজেলার সাব রেজিস্টার অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে আদালতের তাকে পাঠানো হয়। গ্রেপ্তাকৃত প্যানেল চেয়ারম্যান পৌর যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। এর আগে সাতজন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে জামালপুর কোর্টে পাঠানো হয়।
জানা যায়, আনিসুজ্জামান বাদী হয়ে ১৩৯ নাম উল্লেখ করে নাশকতা মামলা করেছেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া প্রমুখ।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। ১৩৯ নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ জনের এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ